আজিজ বোর্ডিং
জেমস – আমি তোমাদেরই
লোক – জেমস
সেই আশির দশকের মাঝামাঝির কথা
গানের টানে, প্রানের টানে আমি চট্টগ্রামে
ঠাই হল আজিজ বোর্ডিং এ
গান বাধি, গান করি, আর স্বপ্ন দেখি
সেই স্মৃতিময় আজিজ বোর্ডিং সরণে এই গান
***
(ছোট্ট একটি ঘর, ছোট্ট একটি খাট,
ছোট্ট একটি টেইবিল, একটি পানির জগ)
||
ছিল এক চিলতে আকাশ আমার, আর সেই প্রিয় গীটার
রুম নাম্বার ৩৬ এ ছিল, আমার বসবাস
প্রিয় আজিজ বোর্ডিং, প্রিয় আজিজ বোর্ডিং (পাকেডুম)
আজিজ বোর্ডিং, আজিজ বোর্ডিং
***
ছিল ব্যাচেলার সংসার আমার, ছিল অগোছাল জীবন আমার
রাত করে ঘরে ফিরার, বাউন্ডুলে দিন ভর
আমার সংসার ব্যাচেলার, আরে অগোছালো
জীবন
রাত করে ঘরে ফিরার, বাউন্ডুলে দিন ভর
(কত স্বপ্নের পায়রা ছুঁয়ে গেছে মন, শত স্মৃতির কিং খাবে
বন্দী সেদিন এখন, (হেই হেই হেই...) ) ||
প্রিয় আজিজ বোর্ডিং, প্রিয় আজিজ বোর্ডিং (পাকেডুম)
প্রিয় আজিজ বোর্ডিং (ওয়াও), প্রিয় আজিজ বোর্ডিং
***
(ছিল গান আর গীটার আমার, ছিল স্ত্রাগাল লাইফ আমার,
ব্যান্ডের বন্ধুরা মিলে, গীত রচনা)
||
কত স্বপ্নের পায়রা ছুঁয়ে গেছে মন, শত স্মৃতির কিং খাবে
বন্দী সেদিন এখন,
সেই নাইট ক্লাবে, জিম মরিসান, বাজাতাম ডিলান, বব মার্লে
বন্দী সেদিন এখন (পাকেডুম, পাকেডুম)
প্রিয় আজিজ বোর্ডিং, প্রিয় আজিজ বোর্ডিং (পাকেডুম)
আজিজ বোর্ডিং, প্রিয় আজিজ বোর্ডিং
***
( ছোট্ট একটি ঘর, ছোট্ট একটি খাট,
ছোট্ট একটি টেইবিল, একটি পানির জগ)
||
ছিল এক চিলতে আকাশ আমার, আর সেই প্রিয় গীটার
রুম নাম্বার ৩৬ এ ছিল, আমার বসবাস
প্রিয় আজিজ বোর্ডিং, প্রিয় আজিজ বোর্ডিং (পাকেডুম)
প্রিয় আজিজ বোর্ডিং (ওয়াও), প্রিয় আজিজ বোর্ডিং
বোর্ডিং, বোর্ডিং, প্রিয় আজিজ বোর্ডিং
বোর্ডিং, বোর্ডিং, প্রিয় আজিজ বোর্ডিং, আমার প্রিয় আজিজ বোর্ডিং
Uploaded By: Aawvi
Pls. subscribe to our
YouTube Channel www.youtube.com/AawvisSongs
No comments:
Post a Comment