পালাবে কোথায়
জেমস – পালাবে কোথায়– জেমস
***
{এক
পাশে
রেখেছি
অশ্রু
অন্য পাশে দীর্ঘশ্বাস হায়!
সামনে পথ জুড়ে কষ্ট
পেছনটা ভরা শুধু স্মৃতি হায়!
অন্য পাশে দীর্ঘশ্বাস হায়!
সামনে পথ জুড়ে কষ্ট
পেছনটা ভরা শুধু স্মৃতি হায়!
(পালাবে কোথায়?)
IV} ||
***
***
রাত
ভরা
দুঃস্বপ্ন
আঁধার হয়েছে নিঃসঙ্গতা
জোছনা ছড়ায় বিষাদের সুখ
পাখিদের গানে মৌনতা
তোমাকে ডাকে মলিন বিকেল
রংহীন ধূসর দিগন্তের ঐ রেখা
(তোমাকে ভয় পায় বনানী
তোমার দুখের নেই অন্ত) ||
(পালাবে কোথায়?) IV
আঁধার হয়েছে নিঃসঙ্গতা
জোছনা ছড়ায় বিষাদের সুখ
পাখিদের গানে মৌনতা
তোমাকে ডাকে মলিন বিকেল
রংহীন ধূসর দিগন্তের ঐ রেখা
(তোমাকে ভয় পায় বনানী
তোমার দুখের নেই অন্ত) ||
(পালাবে কোথায়?) IV
***
তোমাকে
থাকবে
ঘিরে
যত
আমার ভাঙ্গা গড়া সৃষ্টি
তোমার বুকে ঝরবে শুধু
অহর্নিশি বেদনার দৃষ্টি হায়!
আমার কবিতার কালো মেঘ
কালো মেঘ তোমার আকাশে
আমার ভাঙ্গা গড়া সৃষ্টি
তোমার বুকে ঝরবে শুধু
অহর্নিশি বেদনার দৃষ্টি হায়!
আমার কবিতার কালো মেঘ
কালো মেঘ তোমার আকাশে
(তোমার
কষ্টে
হবে
উৎসব
জোনাকিরা জ্বালবে আলো) ||
(পালাবে কোথায়?) IV
(পালাবে কোথায়?) IV
এক
পাশে
রেখেছি
অশ্রু
অন্য পাশে দীর্ঘশ্বাস হায়!
সামনে পথ জুড়ে কষ্ট
পেছনটা ভরা শুধু স্মৃতি হায়!
(পালাবে কোথায়?) |||
অন্য পাশে দীর্ঘশ্বাস হায়!
সামনে পথ জুড়ে কষ্ট
পেছনটা ভরা শুধু স্মৃতি হায়!
(পালাবে কোথায়?) |||
****
এক
পাশে
রেখেছি
অশ্রু
অন্য পাশে দীর্ঘশ্বাস হায়!
সামনে পথ জুড়ে কষ্ট
পেছনটা ভরা শুধু স্মৃতি আহা!
পালাবে কোথায়?
তুমি পালাবে কোথায়?
(পালাবে কোথায়?) IV আহা!
অন্য পাশে দীর্ঘশ্বাস হায়!
সামনে পথ জুড়ে কষ্ট
পেছনটা ভরা শুধু স্মৃতি আহা!
পালাবে কোথায়?
তুমি পালাবে কোথায়?
(পালাবে কোথায়?) IV আহা!
Uploaded By: Aawvi
Pls. subscribe to our
YouTube Channel www.youtube.com/AawvisSongs
No comments:
Post a Comment