Monday, December 9, 2019

লহো সালাম - জেমস – আমি তোমাদেরই লোক – জেমস


লহো সালাম
জেমস – আমি তোমাদেরই লোক – জেমস

***

(যতক্ষন আছে দেহে প্রান, ভালবেসে গেয়ে যাবো

তোমাদেরই গান, তোমাদেরই) ||
লহ লহ লহ সালাম, লহ বন্ধু লহ সালাম
লহ লহ লহ সালাম, আরে লহ লহ লহ

***

ওপরে ওপরে ওপরে আকাশ, নীচে নীচে নীচে মাটি
আরেবুক পকেটে লুকিয়ে রাখি, তোমার আমার ছবি

আরে ও ভাই তোমার আমার ছবি
নোট বুকে লিখে রাখি, ও বন্ধু তোমাদেরই নাম

***
তোমার স্বপন দেখি ভাই, তোমার কথা ভাবি
বন্ধু তোমার পায়ের ধূলো, খাঁটি সোনার চেয়ে খাঁটি

আরে খাঁটি সোনার চেয়ে খাঁটি, বন্ধু তোমার পায়ের ধূলি
নোট বুকে লিখে রাখি, ও বন্ধু তোমাদেরই নাম

(যতক্ষন আছে দেহে প্রান, ভালবেসে গেয়ে যাবো

তোমাদেরই গান, তোমাদেরই) ||
লহ লহ লহ সালাম, লহ বন্ধু লহ সালাম,

লহ লহ লহ সালামআরে লহ লহ লহ


Uploaded By: Aawvi



Pls. subscribe to our YouTube Channel www.youtube.com/AawvisSongs

 

No comments:

Post a Comment