Tuesday, December 3, 2019

কতটা কাঙাল আমি - ফিলিংস - নগর বাউল – জেমস


কতটা কাঙাল আমি 
ফিলিংস - নগর বাউল জেমস
***
(কতটা কাঙাল হয়ে থাকি বুঝবেনা কখনও
কতটা ঝড় বুকে তুলে রাখি বুঝবেনা কখনও
শীতার্ত আমার বড় বেশি প্রয়োজন শুধু তোমার  
রোদেলা দুপুর আর একান্ত একাকী তোমার) ||
***
লোরকার কবিতায় কখনও তোমার মুখ
সেজানের ছবিতেই কখনও তোমার মুখ
সূর্যের বাম পাশেই  কখনও তোমার মুখ
পতাকার ডান পাশে কখনও তোমার মুখ
***
ফসলের কচি বুকেই কখনও তোমার মুখ
অগোছালো ডায়েরিতেই কখনও তোমার মুখ
ভেঙ্গে যাওয়া মিছিলেই কখনও তোমার মুখ
বিকেলের শেষ রঙে কখনও তোমার মুখ
***
কতটা কাঙাল হয়ে থাকি বুঝবেনা
কতটা ঝড় বুকে তুলে রাখি বুঝবেনা কখনও
শীতার্ত আমার বড় বেশি প্রয়োজন শুধু তোমার 
রোদেলা দুপুর আর একান্ত একাকী তোমায়...


Uploaded By: Aawvi



Pls. subscribe to our YouTube Channel www.youtube.com/AawvisSongs
 

No comments:

Post a Comment