মন্নান মিঞার তিতাস মলম
ফিলিংস - নগর বাউল – জেমস
***
(প্রতি রোববারে বেপারিয়ার হাটে
বেপারিয়ার হাটে তেঁতুলতলায়
২৫ বছর ধরে এক জায়গায় বসে
হৃদয়ের ক্ষত আছে যার যত
মালিশ ঢেকে দেয় রক্তক্ষরণ
দিয়ে গেছে উপশম সারাটা জীবন
মন্নান মিঞার তিতাস মলম)
||
***
তিতাসের বুকে জন্ম যে তার
নাম দিয়েছে তাই তিতাস
দুটাকা মূল্যের এই মহা ঔষধ
হৃদয়ের ক্ষত সব করে বিনাশ
মন্নান মিঞার তিতাস মলম।
***
পাশে থেকে যদি কেও
পেতে চাও মুক্তি
মেনে নাও লোকটার এই মহা যুক্তি
পোড়া বুকে আর পোড় খাওয়া মনে
বেপারিয়ার হাটে এযে সব জনে জনে
মন্নান মিঞার তিতাস মলম
***
গোপন ফর্মুলা আছে একটা
দেশীয় লতাপাতা আর নির্যাস
স্বপ্নে পাওয়া কোনো ঔষধ নয়
উত্তরাধিকার সূত্রেও নয়
মন্নান মিঞার তিতাস মলম
প্রতি রোববারে বেপারিয়ার হাটে
বেপারিয়ার হাটে তেঁতুলতলায়
২৫ বছর ধরে এক জায়গায় বসে
হৃদয়ের ক্ষত আছে যার যত
মালিশ ঢেকে দেয় রক্তক্ষরণ
দিয়ে গেছে উপশম সারাটা জীবন
মন্নান মিঞার তিতাস মলম
Uploaded By: Aawvi
Pls. subscribe to our
YouTube Channel www.youtube.com/AawvisSongs
No comments:
Post a Comment