Monday, December 9, 2019

দিদিমণি - জেমস – আমি তোমাদেরই লোক – জেমস


দিদিমণি - জেমস – আমি তোমাদেরই লোক – জেমস
***
এই শহরে আমাদেরই পাশে বাস করে অসংখ গার্মেন্টস শ্রমিক
যারা পোশাক শিল্পী যারা আমার সেলাই দিদিমনি
তাদের জন্য আজকের এই গান সেলাই দিদি মনি
***
এই দিদিমণি, দিদিমণি,সেলাই দিদিমণি
ছলো ছলো চোখে সেই দিদিমণি
আরে দিদিমণি, দিদিমণি সেলাই দিদিমণি  আআআ... দিদিমণি
এই শহরে তোমার পাশে, আমিও যে থাকি
লাল টুকটুক সেলাই দিদিমণি
আরে দিদিমণি নিও তুমি আমার ভালবাসা,
তোমার চোখে দেখি আমি, রঙ্গিন দিনের আশা
লাল টুকটুক, লাল টুকটুক, দিদিমণি
লাল টুকটুক, লাল টুকটুক, দিদিমণি
***
আরে উদয় অস্ত খাটো তুমি, ঝরাও দেহের ঘাম
মহাজনও দেয় কি তোমার, ঘামের সঠিক দাম
কখনও তুমি শিল্পী আর কখনও তুমি নারী
কখনও তুমি প্রেমিকা আর কখনও প্রতিবাদী
এই শহরে তোমার পাশে, আমিও যে থাকি
লাল টুকটুক সেলাই দিদিমণি
দিদিমণি নিও তুমি আমার ভালোবাসা,
তোমার চোখে দেখি আমি, রঙ্গিন দিনের আশা
লাল টুকটুক, লাল টুকটুক, দিদিমণি
লাল টুকটুক, লাল টুকটুক, দিদিমণি
আরে চলতি পথে তোমার সাথে যখনি হয় দেখা
ইচ্ছে করে শুধাই তোমায় মনের দুটি কথা 
কার লাগিয়া ছল ছল কাজল দুটি আঁখি
কেউ কি তোমায় কথা দিয়ে কথা রাখেনি
এই শহরে তোমার পাশে, আমিও যে থাকি
লাল টুকটুক সেলাই দিদিমণি
দিদিমণি নিও তুমি আমার ভালোবাসা,
তোমার চোখে দেখি আমি, রঙ্গিন দিনের আশা
লাল টুকটুক, লাল টুকটুক, দিদিমণি
এই দিদিমণি, দিদিমণি,সেলাই দিদিমণি
ছলো ছলো চোখে সেই দিদিমণি
আরে দিদিমণি, দিদিমণি সেলাই দিদিমণি  আআআ... দিদিমণি
এই শহরে তোমার পাশে, আমিও যে থাকি
লাল টুকটুক সেলাই দিদিমণি
দিদিমণি নিও তুমি আমার ভালোবাসা,
তোমার চোখে দেখি আমি, রঙ্গিন দিনের আশা
লাল টুকটুক, লাল টুকটুক, দিদিমণি
লাল টুকটুক, লাল টুকটুক, দিদিমণি


Uploaded By: Aawvi


Pls. subscribe to our YouTube Channel www.youtube.com/AawvisSongs
 


No comments:

Post a Comment