Tuesday, December 3, 2019

তবে বন্ধু নৌকা ভেড়াও - ফিলিংস - নগর বাউল – জেমস


তবে বন্ধু নৌকা ভেড়াও 
ফিলিংস - নগর বাউল জেমস

***

(তোমাদের মাঝে কি কেউ আছে বন্ধু আমার?

তোমাদের মাঝে কি কেউ আছে পথ ভোলা?

তবে বন্ধু নৌকা ভেড়াও মুছিয়ে দেবো দুঃখ সবার

তবে বন্ধু নৌকা ভেড়াও মুছিয়ে দেবো দুঃখ জ্বালা) ||

***

ওরে কে আছে মুক্ত জীবন নিয়ে ছন্নছাড়া-  
আপনাকে ভালোবেসে আপনদেশে ঠিকানাহারা?

তবে বন্ধু নৌকা ভেড়াও মুছিয়ে দেবো দুঃখ সবার

তবে বন্ধু নৌকা ভেড়াও শুনাবো গান আজ সারারাত

যদি বুঝতে না চাও এই বুকের ভেতর কতো যন্ত্রণা

যদি দেখতে না চাও এই ছলনার ভীড়ে হারানো প্রেম

তবে বন্ধু নৌকা ভেড়াও মুছিয়ে দেবো দুঃখ সবার

তবে বন্ধু নৌকা ভেড়াও শুনাবো গান আজ সারারাত

***

প্রিয়তমা হারা কেউ কি আছো?

মা-হারা বাবা-হারা সন্তান-হারা কেউ কি আছো?

তবে বন্ধু নৌকা ভেড়াও মুছিয়ে দেবো দুঃখ সবার

তবে বন্ধু নৌকা ভেড়াও শুনাবো গান আজ সারারাত 
ঠিকানাবিহীন ঠিকানার খুঁজে-

যদি পেতে চাও ভালোবাসা এসো আমার কাছে

তবে বন্ধু নৌকা ভেড়াও মুছিয়ে দেবো দুঃখ সবার

তবে বন্ধু নৌকা ভেড়াও শুনাবো গান আজ সারারাত  
তোমাদের মাঝে কি কেউ আছে বন্ধু আমার?

তোমাদের মাঝে কি কেউ আছে পথ ভোলা?

তবে বন্ধু নৌকা ভেড়াও মুছিয়ে দেবো দুঃখ সবার

তবে বন্ধু নৌকা ভেড়াও শুনাবো গান আজ সারারাত

 

Uploaded By: Aawvi



Pls. subscribe to our YouTube Channel www.youtube.com/AawvisSongs

No comments:

Post a Comment