Thursday, December 5, 2019

ঘুমাও - জেমস – দুঃখিনী দুঃখ করোনা – জেমস

ঘুমাও
জেমসদুঃখিনী দুঃখ করোনা জেমস
***
তালপাখা হাতে নিয়ে, তোমার শিয়রে বসে, নির্ঘুম রাত কাটিয়ে দেব
ঘুমাও তুমি, ঘুমাও তুমি, ঘুমাও তুমি, ঘুমাও
***
দূর নক্ষত্রের প্রথম আলো, পড়বে যখন তোমার মুখে
তখন আমার ক্লান্ত দুচোখ, একটুখানি আসবে বুঁজে
ঘুমাও তুমি, ঘুমাও তুমি, ঘুমাও তুমি, ঘুমাও
***
নৈঃশব্দের কান্না আমার, ছড়াব শুধু শিশির হয়ে
দীর্ঘশ্বাস খুব নিরবে, তোমায় ছুঁয়ে যাবে
ঘুমাও তুমি, ঘুমাও তুমি, ঘুমাও তুমি, ঘুমাও
***
তালপাখা হাতে নিয়ে, তোমার শিয়রে বসে, নির্ঘুম রাত কাটিয়ে দেব
ঘুমাও তুমি, ঘুমাও তুমি, ঘুমাও তুমি, ঘুমাও
***
ঘুমাও, ঘুমাও, ঘুমাও, ঘুমাও, ঘুমাও, ঘুমাও, ঘুমাও, ঘুমাও, ঘুমাও

Uploaded By: Aawvi

Pls. subscribe to our YouTube Channel www.youtube.com/AawvisSongs

No comments:

Post a Comment