Thursday, December 5, 2019

বিবাগী - জেমস – দুঃখিনী দুঃখ করোনা – জেমস

বিবাগী
জেমসদুঃখিনী দুঃখ করোনা জেমস
***
(জীবনের কাছ থেকে লেনদেন বুঝে নিয়ে
প্রেমিকার সবটুকু বিশ্বাস বাজি রেখে) ||
(ফিরে যাবে সব হারা একজন আজ রাতে) ||
আলো-আঁধারি ছুঁয়ে ছুঁয়ে ফিরে যাবে জুয়ার টেবিলে
একজন বিবাগী, একজন বিবাগী
***
(নিজেকেই উজাড় করা কষ্ট ঝরবে আজ রাতে
ক্লান্ত পথের আঁধার শুধু ফিরবে তার সাথে) ||
(তারপর সবটুকু পরাজয় মেনে নিয়ে) ||
আলো-আঁধারি ছুঁয়ে ছুঁয়ে ফিরে যাবে জুয়ার টেবিলে
একজন বিবাগী, একজন বিবাগী
***
(যেটুকু হয়ে গেছে নষ্ট সবটাই এলোমেলো
জীবনের গল্প গুলো যেন রঙ্গিন পাখা পেলো) ||
(তারপর পুড়ে পুড়ে এক বুক ছাই নিয়ে) ||
আলো-আঁধারি ছুঁয়ে ছুঁয়ে ফিরে যাবে জুয়ার টেবিলে
(জীবনের কাছ থেকে লেনদেন বুঝে নিয়ে
প্রেমিকার সবটুকু বিশ্বাস বাজি রেখে) ||
(ফিরে যাবে সব হারা একজন আজ রাতে) ||
আলো-আঁধারি ছুঁয়ে ছুঁয়ে ফিরে যাবে জুয়ার টেবিলে
একজন বিবাগী, একজন বিবাগী


Uploaded By: Aawvi

Pls. subscribe to our YouTube Channel www.youtube.com/AawvisSongs

No comments:

Post a Comment