রাজনীতি
জেমস –
অনন্যা
- জেমস
***
রাজনীতি খোলস যে আমার সাধনা ক্ষমতায় যাবার
জনগণ চেনেনা আমায় ভন্ড পীরের তাবিজ আছে গায়ে
এই সমাজে ভণ্ডামি শুধুই জানি আমি, ভণ্ডামি, শুধুই জানি আমি রাজনীতি
***
দারিদ্র্য রয়েছে যেথা, কালো থাবা দিয়েছি সেথা
প্লাবনে ত্রাণ পাঠাই, সেই ত্রাণ গোপনে সরাই
এই সমাজে ভণ্ডামি শুধুই জানি আমি, ভণ্ডামি, শুধুই জানি আমি রাজনীতি
***
আমার ডাকে ছাত্ররা মরে ছেলে আমার বিদেশে পরে
দেশ থেকে করেছি পাচার সম্পদ যত বিদেশে আমার
এই সমাজে ভণ্ডামি (শুধুই জানি আমি, ভণ্ডামি) ||| শুধুই জানি আমি রাজনীতি
Uploaded By: Aawvi
Pls. subscribe to our
YouTube Channel www.youtube.com/AawvisSongs
No comments:
Post a Comment