Sunday, December 1, 2019

একদিন ছিলো উচ্ছল নদী - ফিলিংস - স্টেশন রোড - জেমস


একদিন ছিলো উচ্ছল নদী
ফিলিংস - স্টেশন রোড - জেমস
  
***

একদিন ছিল উচ্ছল নদী নদীর পাঁজরে  ঢেউ

কত সাবলীল ভালবাসাবাসি আমরা বুঝিনি কেউ

মুগ্ধ দুজনা হাসির দুত্যিতে ক্যাম্পাস বেয়ে চলা

স্বপ্ন শিউরে উজ্জল চাঁদ চাঁদের গ্রীবার ফালা

***

দুজনার ছিল দুরন্ত প্রেম উড়ন্ত নীল পাখা

হৃদয়ের ফ্রেমে পরশপরে মধুর মাধুরি আঁকা

***

কথার কুসুম ছড়িয়ে দিয়েছি ক্যাফেটেরিয়ার কোনে

মগ্ন কথার শোভন আরতি বাতাস কেবলই শোনে

চুম্বন সুরে হয়েছো আনত ললিত লজ্জা উহু

আজও ভয়ের বিচ্ছেদের শোকে হৃদয়ের কোনে হুহু

***

দুজনার ছিল দুরন্ত প্রেম উড়ন্ত নীল পাখা

হৃদয়ের ফ্রেমে পরশ পরে মধুর মাধুরি আঁকা

***
একদিন ছিল উত্থাল নদী নদীর পাঁজরে  ঢেউ

কত সাবলীল ভালবাসাবাসি আমরা বুঝিনি কেউ

মুগ্ধ দুজনা হাসির দুত্যিতে ক্যাম্পাস বেয়ে চলা

স্বপ্ন শিউরে উজ্জল চাঁদ চাঁদের গ্রীবার ফলা


Uploaded By: Aawvi

Pls. subscribe to our YouTube Channel www.youtube.com/AawvisSongs
 

1 comment: