অঙ্গে অঙ্গে
জেমস – জনতা এক্সপ্রেস – জেমস
***
অঙ্গে অঙ্গে জল তরঙ্গে বিজলি চমকায় অঙ্গে জলে আগুন রূপের ছটায়
পলকে পলকে রূপেরই ঝলকে
অঙ্গে অঙ্গে জল তরঙ্গে ঢেউ খেলে যায় রঙে রঙে নাচে রঙ্গিনী রঙেরই জলসায়
পলকে পলকে রূপেরই ঝলকে
রূপসী যেন সে মনোমোহিনী অঙ্গ করে ঝলমল সোনার বরণী
***
ঝলমল রূপ করে জলমল যৌবন টলমল করে প্রেমের নদী প্রেমে করে ছল ছল
পলকে পলকে রূপেরই ঝলকে
হরিণী নয়না ললিত ললনা ফাঁকা বুকে আঁকা ছলনা
পলকে পলকে রূপেরই ঝলকে
রূপসী যেন সে মনোমোহিনী অঙ্গ করে ঝলমল সোনার বরণী
***
চোখেরই ইশারায় নিপুনো নিশানায় স্বর্ণে বর্ণে ঢল ঢল রূপ যৌবন তার
ঠমকে ঠমকে রূপেরই জোয়ারে
রূপে আঁকা অঙ্গ খানি রূপ কুমারী রূপ সাগরে ভাষায় সে রূপের তরী
ঠমকে ঠমকে রূপেরই জোয়ারে,
পলকে পলকে রূপেরই ঝলকে
রূপসী যেন সে মনোমোহিনী অঙ্গ করে ঝলমল সোনার বরণী
পলকে পলকে রূপেরই ঝলকে, ঠমকে ঠমকে রূপেরই জোয়ারে
পলকে পলকে রূপেরই ঝলকে
Uploaded By: Aawvi
Pls. subscribe to our
YouTube Channel www.youtube.com/AawvisSongs

No comments:
Post a Comment