Monday, December 9, 2019

জনতা এক্সপ্রেস - জেমস – জনতা এক্সপ্রেস – জেমস

জনতা এক্সপ্রেস
জেমস – জনতা এক্সপ্রেস – জেমস
***
মনপুর জংশন থেকে পাহাড়পুরের পথে
খাল পেরিয়ে মাঠ পেরিয়ে সবুজ ধানের ক্ষেত্ পেরিয়ে
কাজল দীঘির জল ছুঁয়ে ভালোবাসার চিঠি নিয়ে সবার ঘরে ঘরে
আসছে আসছে জনতা এক্সপ্রেস, আসছে আসছে জনতা এক্সপ্রেস
***
রংপুরের পর দিনাজপুর, ছাড়লো গাড়ি মধুপুর
ঢাকার শহর পথের ঘের থামলো গাড়ি ফরিদপুর
ভালোবাসার চিঠি নিয়ে সবার ঘরে ঘরে
আসছে আসছে জনতা এক্সপ্রেস, আসছে আসছে জনতা এক্সপ্রেস
***
রসুলপুরের চিঠি নিয়ে, ছুটলো গাড়ি শীঠী দিয়ে
থামলো গাড়ি প্লাটফর্মে কেউ ওঠে আর কেউ বা নামে
ভালোবাসার চিঠি নিয়ে সবার ঘরে ঘরে
আসছে আসছে জনতা এক্সপ্রেস, আসছে আসছে জনতা এক্সপ্রেস
***
মনপুর জংশন থেকে পাহাড়পুরের পথে
খাল পেরিয়ে মাঠ পেরিয়ে সবুজ ধানের ক্ষেত্ পেরিয়ে
কাজল দীঘির জল ছুঁয়ে ভালোবাসার চিঠি নিয়ে সবার ঘরে ঘরে
(আসছে আসছে জনতা এক্সপ্রেস, আসছে আসছে জনতা এক্সপ্রেস) IV

Uploaded By: Aawvi

Pls. subscribe to our YouTube Channel www.youtube.com/AawvisSongs
 


No comments:

Post a Comment