সবুজ ওড়না উড়ে যায়
জেমস – দুঃখিনী দুঃখ করোনা – জেমস
***
(সুস্মিতার সবুজ
ওড়না
উড়ে
যায়)
|| (উড়ে
যায়, উড়ে যায়) ||
ছুঁয়ে
যায়
নিঝুম
মফস্বলের সবুজ
মাঠ
ছুঁয়ে
যায়
দুখিনী
মায়ের
দুখিনী
ললাট
দূর
আঁধারে
দূর
জঙ্গলে
ওই
পাহাড়ে
ওই
সাগরে
ছুঁয়ে
ছুঁয়ে,
চলে
যায়
***
বাঁধাহীন উড়ে
যায়
নীল
আকাশ
ছুঁয়ে
যায়
রাতদিন
উড়ে
যায়
কাজল
দিঘি
ছুঁয়ে
যায়
ছুঁয়ে
যায়
যমুনার
বুকের
মলাট
ছুঁয়ে
যায়
আকাশের
নীল
সীমানা
***
পথে
পথে
উড়ে
যায়
সাঁওতাল ছুঁয়ে
যায়
ছোট
নদী
বটগাছ
সমতট
ছুয়ে
যায়
ছুঁয়ে
যায়
পথিকের
পায়ে
হাটা
পথ
ছুঁয়ে
যায়
আমার
বুকের
জমাট
***
(সুস্মিতার সবুজ
ওড়না
উড়ে
যায়)
|| (উড়ে
যায়, উড়ে যায়) ||
ছুঁয়ে
যায়
নিঝুম
মফস্বলের সবুজ
মাঠ
ছুঁয়ে
যায়
দুখিনী
মায়ের
দুখিনী
ললাট
দূর
আঁধারে
দূর
জঙ্গলে
ওই
পাহাড়ে
ওই
সাগরে
উড়ে
উড়ে
চলে
যায়
দূরে
উড়ে
চলে যায় , উড়ে
উড়ে
চলে যায় উড়ে উড়ে
উড়ে
উড়ে চলে যায়
Uploaded By: Aawvi
Pls. subscribe to our
YouTube Channel www.youtube.com/AawvisSongs

No comments:
Post a Comment