Thursday, December 5, 2019

লুটপাট - জেমস – দুঃখিনী দুঃখ করোনা – জেমস

লুটপাট
জেমসদুঃখিনী দুঃখ করোনা জেমস
***
চলতি পথে জাদুকর ভালোবাসা প্রেমিক ডাকাতের মত তোমাকে ছিনিয়ে নেবে
মৌসুমী বাতাসে উড়ে যাবে ভালোবাসা হৃদয়ের চোরা পথে তুমি হারিয়ে যাবে  
তুমি লুটপাট হয়ে যাবে তুমি চৌচির হয়ে যাবে
তুমি লুটপাট হয়ে যাবে তুমি চৌচির হয়ে যাবে
***
চোখের ইশারায় ছুঁড়ে দেব সুতীক্ষ্ণ চুম্বন
তুমি দিশেহারা হয়ে যাবে তুমি পথহারা হয়ে যাবে
অনন্ত আকাশে উড়ে যাবে ভালোবাসা অন্তরে মাঠে ঘাটে তুমি সব বিকিয়ে দেবে  
এই চোখে তাকিও না লুটপাট হয়ে যাবে
তুমি এই চোখে তাকিও না লুটপাট হয়ে যাবে
***
তর্জনী উঁচিয়ে জ্বেলে দেব সবুজ আগুন
তুমি নজরবন্দী হয়ে যাবে তুমি ঘুমহারা হয়ে যাবে
নিশাচর স্বপনে আততায়ী ভালবাসা
ভবঘুরে এই বুক তোমাকে কাছে টেনে নেবে
এই চোখে তাকিও না তুমি লুটপাট হয়ে যাবে
এই চোখে তাকিও না লুটপাট হয়ে যাবে
***
এই চোখে তাকিও না তুমি লুটপাট হয়ে যাবে
তুমি চৌচির হয়ে যাবে তুমি লুটপাট হয়ে যাবে


Uploaded By: Aawvi

Pls. subscribe to our YouTube Channel www.youtube.com/AawvisSongs

No comments:

Post a Comment