গ্যারান্টি নাই
নগর বাউল – দুষ্ট ছেলের দল - জেমস
***
এই আছি এই নাই আজ আছি কাল নাই
ঠিক নাই ঠিকানা নাই কখন কোথায় হারিয়ে যাই
আমার কোন গ্যারান্টি নাই…এই
***
এই দিন এই রাত চার দিকেই তার হাত
কেউ নাই তার সহজাত, একা একাই পলকেই উধাও হয়ে যাই
গায়েবের খোঁজে গায়েবে হারাই আমার কোন গ্যারান্টি নাই…এই
***
এই আসা এই যাওয়া ফিরে ফিরে অতীত চাওয়া
হুকুমেই এসেছি ভবে তলবেই যাব ফিরে
একবার পা বাড়ালে যাওয়া আছে আসা নাই আমার কোন গ্যারান্টি নাই…এই
***
এই আছি এই নাই আজ আছি কাল নাই
ঠিক নাই ঠিকানা নাই কখন কোথায় হারিয়ে যাই
আমার কোন গ্যারান্টি নাই…এই
Uploaded By: Aawvi
Pls. subscribe to our
YouTube Channel www.youtube.com/AawvisSongs
No comments:
Post a Comment