Sunday, December 8, 2019

একা - নগর বাউল – দুষ্ট ছেলের দল - জেমস

একা
নগর বাউলদুষ্ট ছেলের দল - জেমস
***
(অবশেষে জেনেছি মানুষ একা নিজের কাছে নিজেই একা) ||
এই সংসারে সবাই একা, কেউ বোঝে না কারো ব্যথা
তোমার কাছে তুমি একা, আমার কাছে আমি একা
(অবশেষে জেনেছি মানুষ একা নিজের কাছে নিজেই একা) ||
***
(মিছেই চোখে চোখ রাখা, আপন মনে আপন ভূবনে সবাই একা) ||
এই জীবন ধুলোর খেলা এই ভুবন মায়ার মেলা, শেষের পথে সেই একা...
(অবশেষে জেনেছি মানুষ একা নিজের কাছে নিজেই একা) ||
***
(দুঃখ দিয়ে দুঃখ ঢাকা ভুল ছাপিয়ে দুখের নদী বয়ে চলে ) ||
একা এই জীবন ধুলোর খেলা এই ভুবন মায়ার মেলা, শেষের পথে সেই একাএকা
(অবশেষে জেনেছি মানুষ একা নিজের কাছে নিজেই একা) ||
এই সংসারে সবাই একা, কেউ বোঝে না কারো ব্যথা
তোমার কাছে তুমি একা, আমার কাছে আমি একা
(অবশেষে জেনেছি মানুষ একা নিজের কাছে নিজেই একা) |||


Uploaded By: Aawvi

Pls. subscribe to our YouTube Channel www.youtube.com/AawvisSongs

No comments:

Post a Comment