ঢাকার প্রেম
ফিলিংস
- জেল থেকে বলছি – জেমস
***
প্রেমে প্রেমে ভরা
সুবাসে
অভিনব
মেলামেশাতে
ঢাকা নগরীর আঁচলেতে
ও
দুটি আবেগের শেকলে ভালবাসাতে
যেখানে গোধূলিরা খেলা
করে
প্রেম
ভরা
জীবনে
আমার
ও
ঢাকার
প্রেম
জন্ডিস রঙা রাত্তিরে
আবেগে
মোড়া
সংলাপে
নিশিদিন পথ চাওয়াতে
ও
দুটি
হৃদয়ের
ক্যানভাসে,
ভালবাসাতে
জীবনে যতবার আসে
প্রেম
ততবার
ফিরে
যায়
আবার
***
যান্ত্রিক এই
শহরে
ডিজিটাল
চাওয়া
পাওয়াতে
রিমোটের এই কন্ট্রোলে
এখানে
বিরহেরা
নেই
বুকে,
ভালবাসাতে
যেখানে গোধূলিরা খেলা
করে
প্রেম
ভরা
জীবনে
আমার,
ও
ঢাকার
প্রেম
কর্ডলেস টেলিফোনেতে অভিমান
নেই
মাঝরাতে
চোখে জল নেই
বিষাদে,
এ
দুটি জীবনের গল্পতে, ভালবাসাতে
জীবনে যতবার আসে
প্রেম
ততবার
ফিরে
যেতে
চায়
হা হা হা
হা...
ঢাকার
প্রেম...
Uploaded By: Aawvi
Pls. subscribe to our YouTube Channel
www.youtube.com/AawvisSongs
No comments:
Post a Comment