Monday, December 2, 2019

তোমাকে খুঁজি - ফিলিংস - জেল থেকে বলছি – জেমস


তোমাকে খুঁজি 
ফিলিংস - জেল থেকে বলছি জেমস

***

দুপুরের আকাশেতে, রোদ, ঝড়, বর্ষায়, ক্যাপসুল ট্যাবলেটে

নদীর গভীর জলে, নভেলের পাতা জুড়ে, চিরনি আয়না তেলে

ফটোসান চশমায়, নিদ্রা, অনিদ্রায়, লতানো গোলাপ ঝারে

কাঁটা ভরা ক্যাকটাসে, রংধনু, চাদরে, তোমাকে খুঁজি দিবানিশি ভালবেসে

তোমাকে খুঁজি এলোমেলো একাকী

***

মানিব্যাগ ভাঁজে ভাঁজে, আয়রন করা শার্টে, ক্যাসেট প্লেয়ারে গানে

দোয়েল পাখির নীড়ে, আলপিন গেমস ক্লিপে, নিত্য নতুন গানে

জানালার সারসীতে, বেল্কনি লাল টবে, ছাই ভরা অ্যাশট্রেতে

ছিমছাম বেডরুমে, ক্লান্তির রাজপথে তোমাকে খুঁজি দিবানিশি ভালবেসে

তোমাকে খুঁজি এলোমেলো একাকী

***
তোমাকে খুঁজি দিবানিশি ভালবেসে, তোমাকে খুঁজি এলোমেলো একাকী

সিগারেট, দেয়াশলাই, জলভরা সাদা গ্লাসে, কবিতার খাতা জুড়ে

জেগে থাকা স্বপ্নেতে, ঝিনুকের তলপেটে, স্বপ্ন সাগর তীরে

শরতের আশপাশে, সবুজ ঘাসের বুকে, হাসনাহেনার বনে

রাগ, ক্ষোভ, হতাশাতে, লোমশ আমার বুকে

তোমাকে খুঁজি দিবানিশি ভালবেসে তোমাকে খুঁজি এলোমেলো একাকী


Uploaded By: Aawvi

Pls. subscribe to our YouTube Channel www.youtube.com/AawvisSongs

No comments:

Post a Comment