তুমি যদি নদী হও
জেমস – দুঃখিনী দুঃখ করোনা – জেমস
***
(তুমি
যদি
নদী
হও, আমি হব
জেগে
থাকা
চর
তুমি যদি গতি হও, আমি হব অনন্ত পথ) ||
(আমার চাতক চোখে, তুমি হবে দূরের আকাশ) ||
(তুমি যদি নদী হও, আমি হব জেগে থাকা চর) ||
***
তুমি যদি গতি হও, আমি হব অনন্ত পথ) ||
(আমার চাতক চোখে, তুমি হবে দূরের আকাশ) ||
(তুমি যদি নদী হও, আমি হব জেগে থাকা চর) ||
***
তুমি
লাজ
রাঙ্গা
গোধূলী
হলে, আমি হব
সন্ধ্যা কবি
আবীর রং এ রাখবো তুলে, তোমার লাজুক হাসি
(তুমি যদি নদী হও, আমি হব জেগে থাকা চর) ||
***
আবীর রং এ রাখবো তুলে, তোমার লাজুক হাসি
(তুমি যদি নদী হও, আমি হব জেগে থাকা চর) ||
***
যদি
তুমি
সাগর
নুড়ি
হও, আমি হব
ঝিনুক
সৈকত
যদি
তুমি
রাতের
আঁধার
হও, আমি হব
প্রভাত
পাঞ্জেরী
(তুমি যদি নদী হও, আমি হব জেগে থাকা চর) ||
(তুমি যদি নদী হও, আমি হব জেগে থাকা চর
তুমি যদি গতি হও, আমি হব অনন্ত পথ) ||
(আমার চাতক চোখে, তুমি হবে দূরের আকাশ) ||
(তুমি যদি নদী হও, আমি হব জেগে থাকা চর) IV
তুমি যদি নদী হও, আমি হব জেগে থাকা চর
তুমি যদি নদী হও, আমি হব জেগে থাকা চর
(তুমি যদি নদী হও, আমি হব জেগে থাকা চর) ||
(তুমি যদি নদী হও, আমি হব জেগে থাকা চর
তুমি যদি গতি হও, আমি হব অনন্ত পথ) ||
(আমার চাতক চোখে, তুমি হবে দূরের আকাশ) ||
(তুমি যদি নদী হও, আমি হব জেগে থাকা চর) IV
তুমি যদি নদী হও, আমি হব জেগে থাকা চর
তুমি যদি নদী হও, আমি হব জেগে থাকা চর
Uploaded By: Aawvi
Pls. subscribe to our
YouTube Channel www.youtube.com/AawvisSongs
No comments:
Post a Comment