সুলতানা বিবিয়ানা
জেমস – দুঃখিনী দুঃখ করোনা – জেমস
***
সারাদিন ছোটাছুটি কিশোর-কিশোরী দাড়িয়াবান্ধা বউছি
ডাঙ্গুলি
কানামাছি ভোঁ
ভোঁ
যারে
পাবি
তারে
ছোঁ হইচই সারাদিন আর
আনন্দে
(সুলতানা বিবিয়ানা সাহেব
বাবুর
বৈঠকখানা) ||
***
ধানক্ষেত মাড়িয়ে পাটক্ষেত ছাড়িয়ে মেঠোপথে কাশবন
দূরে
যায়
হারিয়ে
নদীমাতা বাংলার
পলিজমা
চাদরে
হইচই
সারাদিন আর
আনন্দে
(সুলতানা বিবিয়ানা সাহেব
বাবুর
বৈঠকখানা) ||
ওপেনটি
বায়োস্কোপ নাইন
টেন
টেইস্কোপ রাজবাড়ীতে যেতে,
পান
সুপারি
খেতে,
পানের আগায়
মরিচ
বাটা
স্প্রিংয়ে চাবি
আঁটা
***
পাঠশালা পালিয়ে দল
বলে
হাঁটুজলে দাড়কানা মাছধরা
বৈকালে
কাবাডি
হাসাহাসি হো
হো
মন
শুধু
গাইতো
হইচই
সারাদিন আর
আনন্দে
(সুলতানা বিবিয়ানা সাহেব
বাবুর
বৈঠকখানা) ||
Uploaded By: Aawvi
Pls. subscribe to our
YouTube Channel www.youtube.com/AawvisSongs
No comments:
Post a Comment