এমনও নিশিরাতে
জেমস – ঠিক আছে বন্ধু – জেমস
***
ওই এমনও নিশিরাতে... ও তুমি এসেছো বসেছো মোর পাশে
মন আমার আনচান আনচান করে
ও বন্ধু ঠিক আছে... ঠিক আছে... ঠিক আছে... এমনও নিশিরাতে...
***
দেখা হলো আবার বন্ধু এত দিনের পরে,
ঘন সবুজ রাতের অরন্যে, ওই
আমার
শূন্য ঘরে
জ্বালো আলো আরো জ্বালো, আলোয় আলোয় ভরে তোলো ,
ও এমনও নিশিরাতে…
***
একলা ঘরে এলে তুমি আদিম গ্রন্থ হাতে,
শোনাও বন্ধু কাব্য তোমার এই রাতে যুগ-যুনান্ত ধরে...
ও বন্ধু ঠিক আছে... ঠিক আছে... ঠিক আছে...
ও এমনও নিশিরাতে...
ও এমনও নিশিরাতে... ও তুমি এসেছো বসেছো মোর পাশে,
মন আমার আনচান আনচান করে
ও বন্ধু ঠিক আছে... ঠিক আছে... ঠিক আছে...
ওই এমনও নিশিরাতে... এমনও নিশিরাতে...
Uploaded By: Aawvi
Pls. subscribe to our
YouTube Channel www.youtube.com/AawvisSongs
No comments:
Post a Comment