চিরটাকাল
নগর বাউল – দুষ্ট ছেলের দল - জেমস
***
থাকিস যদি পাশাপাশি, বাসিস যদি ভাল,
আসিস যদি কাছাকাছি, যতটা চাই তত,
চিরটাকাল সঙ্গে রবো…. চিরটাকাল সঙ্গে রবো….
চিরটাকাল সঙ্গে রবো…. চিরটাকাল….
আসিস যদি কাছাকাছি, যতটা চাই তত,
চিরটাকাল সঙ্গে রবো…. চিরটাকাল সঙ্গে রবো….
চিরটাকাল সঙ্গে রবো…. চিরটাকাল….
পারিস যদি মুছে দিতে হৃদয়ের যত ক্ষত,
হতে যদি পারিস আমার, ঠিক আগের মত….
হতে যদি পারিস আমার, ঠিক আগের মত….
চিরটাকাল সঙ্গে রবো…. চিরটাকাল….
কসম খোদার তোরই রবো…. চিরটাকাল…
কসম খোদার তোরই রবো…. চিরটাকাল…
***.
সুখের সাথী নাইবা হলে, দুখের সাথী হয়েই রবো
একা ঘরে করুন সুরে, বেদনার গান শুনিয়ে যাবো
চিরটাকাল সঙ্গে রবো…. চিরটাকাল সঙ্গে রবো…
চিরটাকাল সঙ্গে রবো…. চিরটাকাল….
একা ঘরে করুন সুরে, বেদনার গান শুনিয়ে যাবো
চিরটাকাল সঙ্গে রবো…. চিরটাকাল সঙ্গে রবো…
চিরটাকাল সঙ্গে রবো…. চিরটাকাল….
***
প্রেমের ভাষা বুঝিস যদি, আপন হয়ে থাকিস যদি,
কথা দিলাম তোরই ছিলাম তোরই রবো….তোরই রবো….
কসম খোদার….চিরটাকাল সঙ্গে রবো….
কথা দিলাম তোরই ছিলাম তোরই রবো….তোরই রবো….
কসম খোদার….চিরটাকাল সঙ্গে রবো….
চিরটাকাল সঙ্গে রবো…. চিরটাকাল সঙ্গে রবো…
থাকিস যদি পাশাপাশি, বাসিস যদি ভাল,
আসিস যদি কাছাকাছি, যতটা চাই তত,
চিরটাকাল সঙ্গে রবো…. চিরটাকাল সঙ্গে রবো….
চিরটাকাল সঙ্গে রবো…. চিরটাকাল….
আসিস যদি কাছাকাছি, যতটা চাই তত,
চিরটাকাল সঙ্গে রবো…. চিরটাকাল সঙ্গে রবো….
চিরটাকাল সঙ্গে রবো…. চিরটাকাল….
পারিস যদি মুছে দিতে হৃদয়ের যত ক্ষত,
হতে যদি পারিস আমার, ঠিক মনের মত….
হতে যদি পারিস আমার, ঠিক মনের মত….
চিরটাকাল …. চিরটাকাল সঙ্গে রবো….
চিরটাকাল সঙ্গে রবো…. চিরটাকাল
সঙ্গে রবো….চিরটাকাল
চিরটাকাল সঙ্গে রবো…. চিরটাকাল
তোরই রবো….তোরই রবো….কসম খোদার তোরই রবো…
Uploaded By: Aawvi
Pls. subscribe to our
YouTube Channel www.youtube.com/AawvisSongs
No comments:
Post a Comment