Tuesday, December 3, 2019

পূর্ণিমা নৃত্য - জেমস – পালাবে কোথায়– জেমস


পূর্ণিমা নৃত্য
জেমস – পালাবে কোথায়– জেমস

***

(একরাশ ক্লান্তি নিয়ে
সূর্যটা চলে গেল
প্রিয়তমা চাঁদ সুস্বাগতম) ||
পূর্ণিমা নৃত্য, পূর্ণিমা নৃত্য
এই সন্ধ্যায়, এই সন্ধ্যায়

***

নেশা ধরা চাঁদের আলো
স্বপ্ন জাগায় ভবের ধোঁয়া
আত্মহারা আমরা সবাই
মাটি ছোঁয়া আকাশ, পূর্ণিমা নৃত্য

***

এলোমেলো ওলট-পালট
আমরা মাতাল ব্রহ্মচারী
ছুঁয়ে ছুঁয়ে, কাঁধে কাঁধে চল সবাই
মেতে উঠি, মেতে উঠি
পূর্ণিমা নৃত্য, পূর্ণিমা নৃত্য

***

আলো ভরা

কার্নিগালের কার্নিভালে
সুপ্ত হাতছানি

চোখে চোখে দেয়া নেয়া
কার্নিভালে জীবনের কার্নিভালে
এই সন্ধ্যায় প্রিয়তমা চাঁদ সুস্বাগতম
একরাশ ক্লান্তি নিয়ে
সূর্যটা চলে গেল
এই সন্ধ্যায়...



Uploaded By: Aawvi


Pls. subscribe to our YouTube Channel www.youtube.com/AawvisSongs
 

No comments:

Post a Comment