হেরেমের বন্দিনী
জেমস – পালাবে কোথায়– জেমস
***
মহলের
রূপসী
এক
নন্দিনী
নেকাবের আড়ালে সে কেঁদেছে কত
ইট পাথরের প্রাসাদ ছাড়া
কেউ কখনো জানেনি,
বন্দিনী, নন্দিনী
নেকাবের আড়ালে সে কেঁদেছে কত
ইট পাথরের প্রাসাদ ছাড়া
কেউ কখনো জানেনি,
বন্দিনী, নন্দিনী
***
বাজারের কৃতদাসী প্রাসাদে উঠে
পায়ে
পরেছে
সোনার
নূপুর
শ্বেত পাথরের কঠিন মেঝেতে
শ্বেত পাথরের কঠিন মেঝেতে
নুপুর
তুলেছে
সুর
টাপুর
টুপুর
সুরা
হাতে
মাতাল
অতিথি
নেশার চোখে দেখছে তাকি
হাজার রাত্রি কাঁদে
নেশার চোখে দেখছে তাকি
হাজার রাত্রি কাঁদে
সেই
রূপসী
নন্দিনী একাকী
সে যে অচিন দেশের এক মানবী
শাহী হেরেমের এক বন্দিনী, বন্দিনী
অচিন দেশের এক মানবী
(শাহী হেরেমের এক বন্দিনী) ||
***
সে যে অচিন দেশের এক মানবী
শাহী হেরেমের এক বন্দিনী, বন্দিনী
অচিন দেশের এক মানবী
(শাহী হেরেমের এক বন্দিনী) ||
***
আকাশে
বাতাসে
শোনা
যায়
কান্না
ধ্বসে যাওয়া প্রাচীন প্রাসাদ থেকে
নোনা ধরা অশ্রু দেয়ালের গায়ে
চুপিচুপি ইতিহাস গিয়েছে একেঁ
ধ্বসে যাওয়া প্রাচীন প্রাসাদ থেকে
নোনা ধরা অশ্রু দেয়ালের গায়ে
চুপিচুপি ইতিহাস গিয়েছে একেঁ
মুখ
থুবড়ে
পড়া
প্রাসাদ যত
হয়ে গেছে সব অতীতের ক্ষত
শুধু বাতাস এখনো কাঁদে
সেই রূপসী নন্দিনী একাকী
হয়ে গেছে সব অতীতের ক্ষত
শুধু বাতাস এখনো কাঁদে
সেই রূপসী নন্দিনী একাকী
***একাকী
মহলের
রূপসী
এক
নন্দিনী
নেকাবের আড়ালে সে কেঁদেছে কত
ইট পাথরের প্রাসাদ ছাড়া
কেউ কখনো জানেনি,
নেকাবের আড়ালে সে কেঁদেছে কত
ইট পাথরের প্রাসাদ ছাড়া
কেউ কখনো জানেনি,
বন্দিনী বন্দিনী বন্দিনী বন্দিনী
শাহী হেরেমের বন্দিনী
শাহী হেরেমের বন্দিনী
হেরেমের বন্দিনী
Uploaded By: Aawvi
Pls. subscribe to our
YouTube Channel www.youtube.com/AawvisSongs
No comments:
Post a Comment